ব্যবসায়ে সামগ্রিক সাফল্যের জন্য ইনভেন্টরি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানের ফাইনান্সিয়াল হেলথ, অপারেশনাল দক্ষতা এবং কাস্টমার স্যাটিসফিকেশন সফল ব্যবসা পরিচালনার জন্য অপরিহার্য। ইফেক্টিভ ইনভেন্টরি ম্যানেজমেন্ট ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা দেয়।
১। ব্যয় নিয়ন্ত্রণ :
আইডিয়াল ইনভেন্টরি ম্যানেজমেন্ট ওভারস্টকিং ও আন্ডারস্টকিং উভয়ই রোধ করে। যার ফলে মূলধন আটকে থাকার ভয় যেমন থাকেনা তেমনি কম মজুদের সম্ভাবনাও থাকেনা। সেলস হারানো বা কাস্টমার অসন্তুষ্টির সুযোগ নেই বললেই চলে।
২। দক্ষতার উন্নতি :
উন্নত কর্মদক্ষতা: সুবিন্যস্ত ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রক্রিয়া অপারেশনাল দক্ষতা বৃদ্ধি করে। এক্যুরেট ট্র্যাকিং ও ফোরকাস্টিংয়ের ফলে কাস্টমারদের চাহিদা অনুয়ায়ী পণ্য মজুদ ও অর্ডার ম্যানেজমেন্ট সহজ হয়।
৩। কাস্টমার স্যাটিসফেকশন :
সঠিক পণ্য সঠিক সময়ে এভেইলেবল থাকার অর্থ হলো গ্রাহকদের অর্ডার দ্রুত এবং সঠিকভাবে চাহিদা পূরণ করতে পারে। যা ক্লায়েন্ট স্যাটিসফেকশন ও লয়্যালিটি নিশ্চিত করে। ক্লায়েন্ট ধরে রাখায়ও এটি ভূমিকা রাখে।
৪। বেটার ডিসিশন মেকিং :
ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম মানুষ কোন জিনিস কিনতে চায়, কোন প্রোডাক্টের চাহিদা বেশি এবং পণ্যগুলো কত দ্রুত ব্যবহার করা হয় সে সম্পর্কে গুরুত্বপূর্ণ ডেটা দেয়। যা ডিসিশন মেকিংয়ে বেশ গুরুত্বপূর্ণ।
৫। বর্জ্য ও ক্ষতি কমিয়ে আনে :
ইফেক্টিভ ইনভেন্টরি ম্যানেজমেন্ট FIFO (first-in, first-out ) বা JIT( just-in-time) এর মতো কৌশল ব্যবহার করে অপ্রচলিত, পচনশীল ও পণ্যের মেয়াদ শেষ এমন পণ্যর স্টক কমিয়ে এনে বর্জ্য এবং ক্ষতি হ্রাস করে।